কলকাতা

বিবেকানন্দের জন্মদিনে বাংলায় ২০০ ফুটের বিবেকানন্দ মূর্তি তৈরি করার ঘোষণা করা উচিত ছিল ‌প্রধানমন্ত্রীর, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

‘‌স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাংলায় ২০০ ফুটের বিবেকানন্দ মূর্তি তৈরি করা হবে এই ঘোষণা করা উচিত ছিল ‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কেন করলেন না, তা জানি না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা বন্দর করা হচ্ছে সেটা ভাল কথা। এতদিন পর ওঁর কথা মনে পড়ল। এর আগেও তো বিজেপি ক্ষমতায় ছিল। তখন কেন বন্দরের নাম পরিবর্তন করা হয়নি।’‌ রবিবার বেহালায় এমএলএ কাপ উদ্বোধন করতে গিয়ে এই মন্তব্য করেন দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি।