ভারতের অর্থনীতির পতন হয়েছে বলে বিরোধীরা যে অভিযোগ তুলছে তা সাংবাদিক বৈঠক করে রীতিমত খণ্ডন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি ভারতের জিডিপি নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ভারতের অর্থনীতি নিয়ে আশঙ্কার কিছু নেই। যেখানে বিশ্বের সার্বিক অর্থনীতি এবং উন্নত দেশগুলির অর্থনীতি নিম্নগামী, সেখানে ভারতের অর্থনীতি গতিশীল পথেই এগোচ্ছে। এদিন নির্মলা সীতারমন জানিয়েছেন, ২০১৪ সালে কেন্দ্রে সরকারে আসার পর অর্থনৈতিক সংস্কারের জোর দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই কাজই এখনও চলছে। অর্থনৈতিক উন্নতি করতে গেলে পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখে সংস্কারের পথে হাঁটছে মোদী সরকার। তিনি দাবি করেছেন যেখানে আমেরিকা চীন দেশের অর্থনীতি নিম্নগামী তার তুলনায় ভালো অবস্থানে রয়েছে।
#Watch: Finance Minister Nirmala Sitharaman addresses media in Delhi https://t.co/LDgMETRQdB
— ANI (@ANI) August 23, 2019