জেলা

রাজস্থান থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন এল রাজ্যে

অবশেষে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন ফিরল রাজ্যে। রাজস্থানের আজমেঢ় থেকে ২ দিন আগে রওনা দেয় ট্রেনটি। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ ডানকুনি স্টেশনে পৌঁছায় ট্রেনটি । ১২০০ পরিযায়ী শ্রমিকদের নিয়ে গতকাল রওনা হয়েছিল ট্রেনটি। ট্রেন থেকে নামার পর শ্রমিকদের মেডিক্যাল টেস্ট করা শুরু হয়েছে। এরপর তাঁদের নিজের নিজের জেলায় পৌঁছে দিতে স্টেশনের বাইরে ব্যবস্থা করা হয়েছে বাসেরও। তাঁদের অভ্যর্থনা জানাতে স্টেশনে উপস্থিত রয়েছেন মন্ত্রী তপন দাশগুপ্ত, মলয় ঘটক।