আজ, সোমবার রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে যাচ্ছেন না কোনও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিই। আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকার উচ্চশিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে উপাচার্যদের ডেকে পাঠিয়েছিলেন। রীতিমতো চিঠি দিয়ে তাঁদের তলব করা হয়েছিল। তার আগে, ৮ জানুয়ারির মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। সেই রিপোর্ট পাঠানো হলেও সরাসরি সাক্ষাতের অনুমতি উচ্চশিক্ষা দপ্তরের তরফে মেলেনি বলেই জানিয়েছেন উপাচার্যদের অনেকে। তাই, তাঁরা আজ রাজভবনের বৈঠকে যাচ্ছেন না। উচ্চশিক্ষা দপ্তর সূত্রেও জানা গিয়েছে, এই অনুমতি চেয়ে উপাচার্যদের তরফে চিঠি এলেও কোনও ছাড়পত্র দেওয়া হয়নি। উপাচার্যরাও অবশ্য আগেই স্বীকার করেছিলেন, উচ্চশিক্ষা দপ্তরের তরফে লিখিত অনুমতি মিললে, তবেই তাঁরা রাজভবনে যাবেন। এর ফলে রাজ্যপালের সঙ্গে সরকারের দূরত্ব যে আরও একটু বাড়ল, তা বলাই যায়।
Related Articles
মেডিকেল কলেজে প্রসবের পর যুবতির দেহে মিলল করোনা ভাইরাস, বন্ধ হল প্রসূতি বিভাগ
প্রসবের পর জানা যায়, যুবতি করোনা আক্রান্ত ৷ তারপরই তড়িঘড়ি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে নতুন করে রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দেওয়া হয় ৷ হাসপাতালের এক কর্মীর শরীরেও কোরোনার খোঁজ মিলেছে বলে খবর ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, পরবর্তী পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ সূত্রে খবর, ৭ […]
বৃদ্ধি পাচ্ছে যাত্রী সংখ্যা, তাই সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা
আগামী সোমবার থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যে সাড়ে ৭টার টার সময়। দীর্ঘ ৬মাস পর চলতি মাসের 14 তারিখ থেকে আবার চালু হয়েছে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো। যদিও প্রথম দিকে মেট্রোতে যাতায়াতের নিউ নর্মাল নিয়মগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছিল যাত্রীদের। তাই প্রথমদিন যাত্রী সংখ্যা ছিল খুবই কম। প্রথমদিন নর্থ-সাউথ মেট্রোর ক্ষেত্রে যাত্রী […]
সারদা কাণ্ডে ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূলের ২ প্রার্থীর
বাংলার বুকে ভোট এলেই কেন্দ্রীয় সংস্থাদের টনক নড়ে রাজ্যের শাসক দলের নেতাদের বা শাসক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের নানা দুর্নীতি কাণ্ডে তলব করার। আজ সারদাকাণ্ডে ইডির তলব পেয়ে সিজিও কম্প্লেক্স হাজিরা দিলেন তৃণমূলের দুই প্রার্থী। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিবেক গুপ্ত, কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। কেন্দ্রীয় তদন্তকারী […]