কলকাতা

রাজ্যপালের সঙ্গে আজ বৈঠকে বসছেন না উপাচার্যরা

আজ, সোমবার রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে যাচ্ছেন না কোনও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিই। আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকার উচ্চশিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে উপাচার্যদের ডেকে পাঠিয়েছিলেন। রীতিমতো চিঠি দিয়ে তাঁদের তলব করা হয়েছিল। তার আগে, ৮ জানুয়ারির মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। সেই রিপোর্ট পাঠানো হলেও সরাসরি সাক্ষাতের অনুমতি উচ্চশিক্ষা দপ্তরের তরফে মেলেনি বলেই জানিয়েছেন উপাচার্যদের অনেকে। তাই, তাঁরা আজ রাজভবনের বৈঠকে যাচ্ছেন না। উচ্চশিক্ষা দপ্তর সূত্রেও জানা গিয়েছে, এই অনুমতি চেয়ে উপাচার্যদের তরফে চিঠি এলেও কোনও ছাড়পত্র দেওয়া হয়নি। উপাচার্যরাও অবশ্য আগেই স্বীকার করেছিলেন, উচ্চশিক্ষা দপ্তরের তরফে লিখিত অনুমতি মিললে, তবেই তাঁরা রাজভবনে যাবেন। এর ফলে রাজ্যপালের সঙ্গে সরকারের দূরত্ব যে আরও একটু বাড়ল, তা বলাই যায়।