কলকাতা

রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২৪, মৃত ৪৮, সুস্থ ১৯৯

কলকাতাঃ আজ রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮। পাশাপাশি গত ৪৮ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ১২৭ জন। অন্যদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬০ জন এবং ১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে এই মূহুর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬২৪। উল্লেখ্য, শুক্রবার পয়লা মে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও বুলেটিন প্রকাশ করা হয়নি। আজ, শনিবার সেই বুলেটিন প্রকাশ করা হয়। আজ দু’দিনের বুলেটিন একসঙ্গে প্রকাশ করা হয়েছে। গত ৪৮ ঘন্টায় ৬০ জন ছাড়া পাওয়ার ফলে মোট ১৯৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।