জেলা

শিলিগুড়িতে গাড়ির অ্যাক্সেলের পাইপের ভিতর থেকে প্রায় ১০ কোটি টাকার সোনা উদ্ধার, গ্রেফতার ২

গাড়ির এক্সেলের ভিতর লুকিয়ে আনা ১০ কোটি টাকার সোনা ধরা পড়ল শিলিগুড়িতে। সোনা চোরাচালান করতে গাড়ির পেছনের দুই চাকার সংযোগস্থলে ওই পাইপ আকৃতি অ্যাক্সেলের ভিতর ২৫ কেজি ৭৬৬ গ্রাম সোনা লুকিয়ে এনেছিল দুষ্কৃতীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। বমাল গ্রেফতার করা হয় ২ জনকে। ধৃত আমির খান ও মহম্মদ ফিরোজের বাড়ি মনিপুরে। অসম হয়ে তারা শিলিগুড়িতে ঢুকতেই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের (ডিআরআই) অভিযানে ধরা পড়ে যায়। মোট ১১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে দার্জিলিং মোড় এলাকায় ফাঁদ পেতেছিলেন ডিআরআই কর্তারা। অসম নম্বরের একটি ছোট গাড়িকে আটক করেন তাঁরা।   সন্দেহবশত গাড়ির অ্যাক্সেল পরীক্ষা করা হয়। এবং তখনই মেলে ১৬৬ গ্রাম ওজনের ১০১টি সোনার বিস্কুট ও ১ কেজি ওজনের ৯টি সোনার বাট। এরপরই গাড়ির দুই আরোহীকে গ্রেফতার করা হয়।