বিনোদন

শুটিং চলাকালীন আচমকাই বাঁ হাতে চোট পেলেন অক্ষয় কুমার

বর্তমানে ‘সূর্যবংশী’ ছবির শুটিং-এ ব্যাস্ত অক্ষয় কুমার। শুটিং চলাকালীন আচমকাই চোট পান অক্ষয়। জানা যাচ্ছে, বাঁ হাতে চোট পেয়েছেন অক্ষয়। কিন্তু তাই বলে থেমে থাকলেন না খিলাড়ি। চালিয়ে গেলেন শুটিং। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। অক্ষয়-ক্যাটরিনার জুড়ি বরাবরই সফল ছবি উপহার দিয়ে এসেছে দর্শককে। এবারও তাঁদের থেকে অনেকটা প্রত্যাশা রয়েছে দর্শকের। সূর্যবংশী ছবির শুটিং সেট থেকে একটি বিশেষ ভিডিয়ো করে অক্ষয় শেয়ার করেন। সেখানে অক্ষয়ের বাঁ হাতের আহত স্পষ্ট দেখা যাচ্ছে। আহত জায়গাটি ফিজিওথেরাপিস্ট ভালো করে বেঁধে দিয়েছেন। সেই অবস্থাতেই শুটিং করেছেন তিনি।