দেশ

সরকারি বাসও ফ্রিতে চড়তে পারবেন মহিলারা, রাখি পূর্ণিমায় উপহার অরবিন্দ কেজরিওয়ালের

নয়াদিল্লিঃ দিল্লিতে মেট্রোর পর এবার সরকারি বাস ফ্রিতে চড়তে পারবেন মহিলারা। আগামী ২৯ অক্টোবর ভাইফোঁটার দিন থেকে দিল্লি পরিবহণ সংস্থার বাসে নিখরচায় সফর করবেন তাঁরা। আজ ৭৩ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণাই করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ রাখি পূর্ণিমা। সেই কথা মনে করিয়ে দিয়ে দিল্লির বোনদের জন্য তিনি এই উপহার দিচ্ছেন বলে জানান। অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘রাখির দিন আমি আমার বোনেদের একটি উপহার দিতে চাই। তাঁদের জানাতে চাই, আগামী ২৯ অক্টোবর থেকে দিল্লির সরকারি বাসে তাঁরা বিনামূল্যে সফর করতে পারবেন। এর ফলে তাঁদের নিরাপত্তাও আরও বেশি সুরক্ষিত হবে।