কলকাতা জেলা

আগামীকাল সরস্বতী পুজোয় কলকাতা সহ রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

আগামীকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা । তাই এবার পুজোয় দুশ্চিন্তা বৃষ্টি । আজ রাত থেকেই পুরুলিয়া,বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি শুরু হতে পারে । আগামী দু-তিনদিন বাড়তে পারে তাপমাত্রা । পাশাপাশি, কালিম্পং ও দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামীকাল সরস্বতীপুজো । এদিকে কাল থেকেই কলকাতাসহ রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস ।