দেশের সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে মোদি সরকার। সিবিআই, ইডি-কে অপব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে কেন্দ্র। বৃহস্পতিবার দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস জানিয়ে দিল, চিদম্বরমের পাশে আছে দল। এ দিন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বললেন, ‘তদন্তে সর্বদা সহযোগিতা করেছেন চিদম্বরম। কোনও দুর্নীতির প্রমাণ নেই। গণতন্ত্রকে হত্যা করতে চাইছে মোদি সরকার। ৪০ বছর ধরে দেশের সেবা করছেন চিদম্বরম। দেশের অত্যন্ত সম্মানীয় রাজনীতিবিদ। তাঁকে ব্যক্তিগত প্রতিহিংসার বলি করা হচ্ছে। চিদম্বরমের পাশে আছে দল। ব্যক্তিগত বদলার সংস্থা হয়ে গিয়েছে সিবিআই।’ কংগ্রেসের দাবি, চিদম্বরমের ছেলে কার্তিকে ২০ বার জেরা করা হয়েছে। তাঁর বাড়িতে ও অফিসে চারবার তল্লাশি করা হয়েছে। তাও তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ করতে পারেনি তদন্তকারী সংস্থা। এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, মনে হচ্ছে রাজসাক্ষীর জবানবন্দির ওপরে ভিত্তি করে সিবিআই কেস সাজিয়েছে। নিজের মেয়েকে খুন করার অভিযোগে ওই রাজসাক্ষীর বিচার হচ্ছে। তাঁর কথাই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে সিবিআইয়ের।