কলকাতাঃ প্রায় ১৮ ঘণ্টা পর শেষেমেশ উদ্ধার করা গেল বাঁশদ্রোণীর যুবকের নিথর দেহ। সকালে কয়েক ঘণ্টার অভিযানে কুয়ো থেকে দেহ উদ্ধার করে কুয়ো মিস্ত্রিরা। গতকাল দিনভর উচ্চ-প্রযুক্তির মেশিন ব্যবহার করে উদ্ধারকাজে ব্যর্থ হয়েছেন দমকল কর্মীরা। প্রায় পঞ্চাশ ফুট গভীর পাতকুয়ো থেকে উদ্ধারকাজে হাত লাগায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। রাত দশটা পর্যন্ত উদ্ধারকাজ চালানোর পর দমকল জানিয়ে দেয় কাল সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হবে। যদিও দমকলের এই সিদ্ধান্ত মানতে রাজি হয়নি পরিবার। রাতেই যুবককে কুয়ো থেকে তোলার দাবি সরব হন যুবকের পরিবার। কাউন্সিলরের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন ওই যুবকের পরিবার। আজ দেহ উদ্ধার হওয়ার পর বাপির পরিবারের অভিযোগ, গতকাল রাতেই কুয়ো মিস্ত্রিদের আনা হয়। কিন্তু তাদের কাজে লাগানো হয়নি। আজ মাত্র দু-ঘণ্টার মধ্যে দেহ উদ্ধার করে ফেলে কুয়ো মিস্ত্রিরা। দমকল কর্মীদের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মৃতের পরিবার।