জেলা

গরুর কুঁজে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়, দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

এবার গরুরও দেশি-বিদেশি ভাগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বর্ধমানে দুগ্ধ ব্যবসায়ীদের এক সভায় দিলীপবাবু একই সঙ্গে দাবি করেন, ‘দেশি গরুর কুঁজে তৈরি হয় সোনা।‘ তিনি এও বললেন, ‘ভারতীয় গরুর বৈশিষ্ট্য,তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে। তার জন্য দুধের রঙ একটু হলদেটে হয়। রাজ্য বিজেপি সভাপতির এহেন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তবে কি NRC-র মাধ্যমে চিহ্নিত করা হবে বিদেশি গরুদেরও। ভাষণের শেষে খেই হারান দিলীপবাবু। বলেন, পুষতে হলে দেশি গরু পুষুন। ঘুরবে-ফিরবে, খড়-কুটো খাবে আর দুধ দেবে। অসুখ-বিসুখও হয় না। এর পরই দিলীপবাবু বলেন, ‘গরুর কুঁজে স্বর্ণনালি থাকে। তাতে সূর্যের আলো পড়লে সোনা তৈরি হয়।’