দেশ

পুলিশ ও অভিবাসী শ্রমিকদের সংঘর্ষে রণক্ষেত্র সুরাত, চলল লাঠি ও কাঁদানে গ্যাস, গ্রেপ্তার ৯০

গুজরাতঃ বন্ধ কারখানা, নেই টাকা পয়সা। এই পরিস্থিতিতে বাড়ি ফিরতে চেয়েছিলেন গুজরাতের সুরাতের একটি বন্ধ কাপড়ের কলের শ্রমিকরা। লকডাউনের সুরাতে রীতিমত স্তব্ধ জনজীবন। এই অবস্থায় বাড়ি ফেরার জন্য মরিয়া শ্রমিকরা কোনও যানবাহন যোগাড় করতে না  পেরে পায়ে হেঁটেই পাড়ি দেন । কিন্তু পথে আটকায় পুলিশ। তারপরই শ্রমিকরা পুলিশকেই বলে বাড়ি পৌঁছে দিতে। প্রথমে শুরু হয় বচসা। পরে তা পৌঁছে যায় হাতাহাতিতে।   শ্রমিকরা কিছুক্ষণ পরই ধৈর্য্য হারিয়ে ফেলেন। সেই সময় বেশ কয়েকজন বিক্ষুদ্ধ শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ে বলে অভিযোগ। তারপরই প্রায় ৫০০ শ্রমিক জড়ো হয়। পুলিশের বিরুদ্ধে সরব হতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে প্রথমে পুলিশ উত্তেজিত অভিবাসী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে। কিন্তু তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তারপরই পুলিশ উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। প্রায় ৩০টি কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। সুরাত পুলিশের পক্ষ থেকে আরও জানান হয়েছে উত্তেজিত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশের তিনটি গাড়ি রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।