তন্ময় উপাধ্যায়, কলকাতাঃ সাড়ম্বরে কলকাতার রেজ রোডে পালিত হল স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। হাজির ছিলেন কলকাতা পুলিশ কমিশনর অনুজ শর্মা। এদিন, জাতীয় পতাকা উত্তোলন দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠাব পর্ব। মুখ্যমন্ত্রী পদক তুলে দেন একাধিক আইপিএস অফিসারদের হাতে। এরপরই শুরু হয় প্রথা মাফিক কলকাতা বর্ণাঢ্য কুচকাওয়াচ। অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী। হাজির ছিলেন , মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্যরা। উপস্থিত ছিলেন নির্মল মাজি থেকে ডেরেক ও ব্রায়ান, ব্রাত্য বসুরা। এদিন কলকাতা পুলিশের কুচকাওয়াচ ছাড়াও একাধিক মন্ত্রকের ট্যাবলোও রেড রোডে দেখা যায়। এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের ট্যাবলোও কলকাতার রাস্তায় উঠে আসে। অনুষ্ঠানে ৮ পুলিশকর্তাকে পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। ওই পুলিশ কর্তারা হলেন, সঞ্জয় সিং (এডিজি দক্ষিণবঙ্গ), বিনীত গোয়েল (ডিরেক্টর অফ সিকিওরিটি), মনোজ ভার্মা, সিপি, বারাকপুর, সন্তোষ পাণ্ডে, ডিসি ট্রাফিক, সি সুধাকর, উঃ২৪ পরগনার এসএসপি কোঅর্ডিনেশন, মিরাজ খালিদ, ডিসি সাউথ ও শ্যাম সিং, পুলিশ সুপার, বীরভূম। দেখুন ফ্রেম বন্দি আজকের কিছু মুহুর্ত –