কলকাতা

রেশন বণ্টনের অনিয়মের জেরে খাদ্য দফতরের সচিবকে বদল করলো রাজ্য সরকার

পশ্চিমবঙ্গে রেশন বণ্টনের অনিয়মের জেরে খাদ্য দফতরের সচিবকে বদল করলো রাজ্য সরকার। মনোজ আগরওয়ালের জায়গায় পারভেজ আহমেদ সিদ্দিকি রাজ্যের নতুন খাদ্য সচিব হচ্ছেন বলে সূত্রের খবর। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে মুখ্যসচিবের বৈঠকে নতুন খাদ্য সচিবের নাম স্থির করা হয়। মুখ্যমন্ত্রী  রেশন দোকানে ভিড় এড়াতে মানুষকে সারা মাসের বরাদ্দ খাদ্যশষ্য একবারে দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া স্বত্বেও সর্বত্র তার নির্দেশ না পালিত হওয়ায় খাদ্য দফতরের ভূমিকায় মুখ্যমন্ত্রী আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি সরকারি রেশন শাসক দলের নামে বণ্টন করা হচ্ছে বলেও বিরোধীরা অভিযোগ করেছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে খাদ্য দফতরের কর্তাদের কাছে জবাবদিহি তলব করেন। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন রাজ্যের ৯০ শতাংশ মানুষ এরই মধ্যে ১ মাসের রেশন পেয়েছেন। তবে এখনও ১০ শতাংশ মানুষ পুরো মাসের রেশন পাননি। রেশন দোকানের জায়গার সমস্যার জন্য ওই পণ্য দেওয়া যায়নি। খাদ্য দফতর স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে সেই সমস্যা মেটাবে। এর পাশাপাশি করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ কেউ জলঘোলা করতে চাইছেন বলেও তিনি অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৬ মাস নিখরচায় রেশন মিলবে। এটা নিয়ে জলঘোলা করার প্রয়োজন নেই। সরকার সাধ্যমতো বিপদের সময় মানুষের পাশে থাকার চেষ্টা করছে।’