হুগলির গোঘাটে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারল নিয়ন্ত্রণহীন লরি। এই ঘটনায় একজন মারা গিয়েছেন বলে খবর। জখম অবস্থায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আজ সকালে গোঘাটের কামারপুকুর বাইপাস এলাকায় বেশ কয়েকটি মাছের গাড়ি খালি করছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। এমন সময় পশ্চিম মেদিনীপুরের দিক থেকে আসা একটি লরি এসে সজোরে ধাক্কা মারে একটি গাড়িতে। অভিষেক মণ্ডল নামের এক ব্যক্তির লরির ধাক্কায় মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি গাড়ি।