হায়দরাবাদে চুরি করার অপরাধে ১০ বছরের কিশোরকে বিবস্ত্র করে তার যৌনাঙ্গে লাললঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। নাবালক গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ দোকান মালিককে গ্রেফতার করেছে। ধৃতের নাম কৃষ্ণ। তাঁর বিরুদ্ধে শিশু নির্যাতন-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশকে নাবালকের মা জানিয়েছেন, তাঁর ১০ বছরের পুত্র-সন্তানকে কৃষ্ণ তার বাড়ির ছাদে নিয়ে গিয়ে জামা-কাপড় খুলিয়ে যৌনাঙ্গে লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। পরে বেধরক ঠ্যাঙায়। বাড়িতে সে ফিরলে মা দেখে জামা-কাপড় ছেঁড়া। কী হয়েছে, জানতে চাইলে সে বলে কৃষ্ণ তাকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে জামা-কাপড় খুলে যৌনাঙ্গে লাল-লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। তাঁকে মারছে কেন, জানতে চাইলে কৃষ্ণ জানায় সে দোকান থেকে ঠাণ্ডা পানীয় চুরি করেছে। শিশুটির কাকা কৃষ্ণের ওপর রীতিমতো ক্ষিপ্ত। তার দাবি, কেন কৃষ্ণ সিসিটিভি ফুটেজ তাদের দেখায়নি। কোন অধিকারে তাকে কৃষ্ণ তার বাড়ির ছাদে তুলে নিয়ে গিয়ে অত্যাচার চালিয়েছে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ওই দোকানদারকে গ্রেফতার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নজর ক্যামেরার ফুটেজ। ফুটেজ দেখে পরবর্তী পদক্ষেপ। এলাকাবাসী দোকানদারের কড়া শাস্তির দাবি জানিয়েছে।