বিনোদন

এবার বিশ্বব্যাপী ১০০০ কোটির দৌড়ে শাহরুখের পাঠান

গত ২৫ জানুয়ারী পাঠান মুক্তির পর থেকেই গোটা বিশ্বব্যাপী রীতিমতো ঝড় উঠেছে। পাঠান শাহরুখের চারবছর পর পর্দায় প্রত্যাবর্তনকে নিশ্চিত করেছে। এছাড়াও দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখের জুটির চারনম্বর সংস্করণ। যাই হোক, মুক্তির আগেই পাঠানের ঘরে ঢুকেছিল প্রায় কোটি কোটি। এছাড়া মুক্তির দিনেও পাঠানের রোজগার ছিল প্রায় আকাশছোঁয়া। ইতিমধ্যেই পাঠান কেজিএফ-২, বাহুবলী ২, দঙ্গল, টাইগার জিন্দা হ্যায়-এর বক্সঅফিসের রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়াও বলিউডের বিগত কয়েক বছরের ইতিহাসও ভেঙে দিয়েছে পাঠান। বলিউডের ক্ষরা সাম্রাজ্যে আলো ঢুকলো পাঠানের হাত ধরে। দেখতে দেখতে পাঠানের মুক্তি ১৯ দিন হয়ে গেল। প্রেক্ষাগৃহে তিন সপ্তাহ পরেও ছবিটি অনেক ভালো ব্যবসা করছে। বিশ্বব্যাপী ৯৫০ কোটি ছাড়িয়েছে পাঠানের রোজগার। বোঝাই যাচ্ছে, পাঠান বিশ্বব্যাপী বক্সঅফিস সংগ্রহে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে প্রস্তুত। ভারতেও, ছবিটি অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। প্রাথমিক রিপোর্ট অনুসারে, পাঠান ১৯ দিনে বিশ্বব্যাপী প্রায় ৮৯৭ কোটি আয় করেছে। বক্স অফিস ইন্ডিয়া রিপোর্ট করেছে, “পাঠান (হিন্দি) আরেকটি বেঞ্চমার্কের দ্বারপ্রান্তে রয়েছে কারণ এটি মাত্র ১৮ দিনে বিশ্বব্যাপী ৮৯৭ কোটি সংগ্রহ করেছে। গতকালের হিসেবে অনুযায়ী পাঠান সম্ভবত ৯০০ কোটি ছাড়িয়েছে। যে কোনো চলচ্চিত্রের জন্য একটি বিশাল মাপকাঠি হতে পারে পাঠান।”