বিদেশ

চিনে কয়লাখনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৬

রবিবার চিনের গুইঝো প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দক্ষিণ-পশ্চিম চিনের পানঝৌ শহরের সমস্ত কয়লাখনি একদিনের জন্য উৎপাদন স্থগিত করেছে। চিনা সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার সকালে সানজিয়াওশু কয়লাখনিতে আগুনের সূত্রপাত হয় বলে পানঝৌ সিটি সরকার রবিবার রাতে তাদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়েছে, “কনভেয়ার বেল্টে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং এতে ১৬ জন লোক খনিতে আটকে পড়েছিলেন।” অবশ্য অগ্নিকাণ্ডে ঠিক কী ক্ষতি হয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিশদ কোনও বিবরণ দেওয়া হয়নি।