দেশ

‘আলোচনা হয় কিন্তু আমি এনডিএ-তে ফিরতে আগ্রহী নই’, বড় ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের

আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। এর আগে বিভিন্ন রাজনৈতিক আলোচনা চলছে। এর মাঝেই রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠছে যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আবার এনডিএ-র সঙ্গে যাবেন কি না? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন নীতীশ কুমার নিজেই। সোমবার পটনায়, সাংবাদিকরা নীতীশ কুমারকে এনডিএ-তে যোগ দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি উষ্মা প্রকাশ করেন। নীতীশ কুমার আরও বলেন, ‘আলোচনা হয় কিন্তু আমি তাতে আগ্রহী নই’। পটনায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই সময় সাংবাদিকরা নীতীশ কুমারকে এনডিএ-তে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন। এই নিয়ে নীতীশ কুমার বলেন, ‘এরা কী বাজে কথা বলে। এই ধরনের আলোচনা চলতেই থাকে। বাদ দাও…কে কী নিয়ে আলোচনা করবে। আপনারা সবাই জানেন, আমি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার কাজ করছি। অন্যরা যা বলে তাঁর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই’।