জম্মু-কাশ্মীরের রাজৌরিতে বরযাত্রী বোঝাই বাস উল্টে ১৭ জন আহত হয়েছেন। বেশ কিছু বরযাত্রী নিয়ে বাসটি গন্তব্যের দিকে যাচ্ছিল। সেই সময় রাজৌরিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। কমপক্ষে ১৭ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করে জিএমসি রাজৌরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত চলছে।