ফ্ল্যাটের ছবি তুলে বিজ্ঞাপন দিয়ে তা বিক্রি রয়েছে বলে প্রতারণার ফাঁদ পেতেছিল ২ আইটি কর্মী। দীর্ঘদিন ধরেই নিউটাউন, কেষ্টপুর এবং চিনার পার্ক অঞ্চল থেকে এ ধরনের অভিযোগ আসছিল। তদন্তে নেমে অনেকদিন ধরেই দুই তথ্যপ্তযুক্তি কর্মীর উপর নজর ছিল পুলিশের। শেষ পর্যন্ত গ্রেফতার হয়েছে ওই দুই যুবক। নিউটাউন থেকে তাদের গ্রেফতার করেছে নিউটান থানার পুলিশ। গতকাল রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আজ ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, olx-সহ একাধিক সোশ্যাল সাইটে বাড়ি এবং ফ্ল্যাটের ছবি দিত এই দুই প্রতারক। বলা হত এই বাড়ি বা ফ্ল্যাট বিক্রি হবে। কিংবা ভাড়া নেওয়া যাবে। ফাঁদে পা দিয়ে যাঁরা যোগাযোগ করতেন তাঁদের অগ্রিম বাবদ একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হতো। বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে গ্রাহকদের এমনটাই বলা হত। অনেকেই টাকা দিয়েও দিতেন। কিন্তু তারপর ওই বাড়ি বা ফ্ল্যাটের ঠিকানায় পৌঁছনোর পর সামনে আসত আসল ঘটনা। জানা যেত ওই বাড়ি বা ফ্ল্যাট বিক্রি কিংবা ভাড়া কোনও কিছুর জন্যই কোনও বিজ্ঞাপন দেওয়া হয়নি। গ্রাহকরা বুঝতে পারতেন তাঁদের সঙ্গে আর্থিক প্রতারণা হয়েছে। এই ব্যাপারে নিউটাউন থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছিল গত কয়েক মাসে। তদন্তে নেমে গতকাল এই দুই আইটি কর্মীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আশুতোষ রঞ্জন। সে বিহারের দ্বারভাঙার বাসিন্দা। অন্যজনের নাম অনুভব চৌধুরী। সে বিহারের যামুই জেলার বাসিন্দা। দু’জনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে কম সময়ে বেশি টাকা উপার্জনের লক্ষ্য ছিল তাদের। আর তাই এমন প্রতারণার ফাঁদ পেতেছিল তারা।