কলকাতা

যাত্রী দুর্ভোগ কমাতে আগামী ১৫ জুন থেকে রাস্তায় নামছে ২০০ সরকারি ও ২০০ এসি বাস

১৫ জুন থেকে রাস্তায় আরও ৪০০ টি বাস নামানোর সিদ্ধান্ত নিল রাজ্য

কলকাতাঃ নিত্যযাত্রীদের পথে বেরিয়ে চূড়ান্ত দুর্ভোগে পড়তেই হচ্ছে। কারণ লোকাল ট্রেন এবং মেট্রো রেল চলছে না। আর সরকারি বাস পর্যাপ্ত সংখ্যক না হওয়ায় এবং সব রুটে সরকারি বাস না চলায় যাত্রী দুর্ভোগ বেড়েছে বই কমেনি। বাস স্টপে লম্বা লাইন, সামাজিক দূরত্ব বিধি না মেনেই যাতায়াত চলছে। ভাড়া নিয়ে জটের ফলে রাস্তায় সেভাবে নামেনি বেসরকারি বাস। শুক্রবারও আটটি বাসমালিক সংগঠন পরিবহন দপ্তরকে চিঠি দিয়ে লকডাউন পূর্ব এবং পরবর্তী সময়ে তাদের রোজগার কমে যাওয়ার কথা উল্লেখ করেছে। তাই নিত্যযাত্রীদের কথা ভেবে তাই পদক্ষেপ করল সরকার। পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে এসবিএসটিসি ২০০টি নন এসি বাস পথে নামাচ্ছে। এছাড়া বেসরকারি সংস্থা ২০০টি নতুন এসি বাস রাস্তায় নামাতে চলেছে, যেগুলি হাওড়া, ধর্মতলা, সেক্টর ফাইভ হয়ে নিজেদের গন্তব্যে যাবে। এসি, নন এসি, সব বাসই চলবে আগের ভাড়াতেই বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।   সংখ্যক বাস চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এই কদিনে শুধুমাত্র এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কলকাতায তাদের পরিষেবা দিচ্ছিল।মানুষেরই অসুবিধা হচ্ছে। তাই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এবার শহর কলকাতা থেকে যেমন শহরতলীতে যাবে ঠিক তেমনি তাদের পরিষেবা দেবে দূরবর্তী স্থানেও। যেমন ব্যারাকপুর বারাসাতের দিকে বাস পরিষেবা দিচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ।ঠিক তার পাশাপাশি ডানকুনি, চুঁচুড়া ,উত্তরপাড়া শ্রীরামপুর এই জায়গাগুলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তাদের পরিষেবা দেবে। এর কারণ এখনো পর্যন্ত ট্রেন পরিষেবা চালু না হলেও মানুষকে আসতে হচ্ছে শহর কলকাতায় ।সেখানে বাস পরিষেবা যদি বেশি হয় তাহলে মানুষের পক্ষে সম্ভব হবে যাতায়াতের। আর সেই দিকটা মাথায় রেখেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিভিন্ন রুটে বাস পরিষেবা চালু করল।