দেশ

গুজরাতে গির অভয়ারণ্যে অবৈধভাবে ঢুকে সিংহকে ধাওয়া, গ্রেফতার ৩

 গুজরাতের গির অভয়ারণ্য সিংহদের অবৈধভাবে প্রবেশ করে সিংহদের তাড়া করার অভিযোগে ৩ রাজস্থানের বাসিন্দাকে গ্রেফতার করল গুজরাতের জুনাগড়ের বন দফতর। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় একটি চলন্ত গাড়ির বনেটে বসে একজন ব্যক্তি তিনটি আমরেলি সিংহকে তাড়া করছেন। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এই ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেন বন দফতরের আধিকারিকরা। ভিডিওটি দেখে অভিযুক্তদের খোঁজে শুরু হয় তৎপরতা। বন দফতরের তরফে দায়ের করা হয় মামলা। মোট ছ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে তল্লাশিতে নেমে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জুনাগড়ের বন দফতর। বন দফতরের সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে চেপে ৬ জনের একটি দল রাতে অবৈধভাবে জাতীয় পার্কে প্রবেশ করেছিল। সেখানে গাড়িতে চেপে প্রবেশ করার পর সেই দলটি সিংহদের তাড়া করছিল। ৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বন দফতরের এক আধিকারিক।