এবার মহারাষ্ট্রের থানে’তে অবৈধভাবে বাস করার জন্য তিন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সূত্রের খবর, মঙ্গলবার নগর পুলিশ বর্তক নগরের একটি এলাকায় অভিযান চালায় ৷ তাতে একটি ঘরে থাকা ওই তিন মহিলাকে খুঁজে পায় পুলিশ । জানা গিয়েছে, প্রত্যেকের বয়স 22 থেকে 45 বছরের মধ্যে ৷ ওই তিন মহিলা হোটেলে ওয়েটার হিসাবে কাজ করত ৷ পুলিশি অভিযানে তারা ভারতে প্রবেশের এবং এখানে থাকার জন্য কোনও বৈধ নথি দেখাতে পারেনি ৷ তারপরেই পুলিশ তাদের গ্রেফতার করে ৷ তিনজনের বিরুদ্ধেই পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইন এবং বিদেশি আইনের অধীনে মামলা দায়ের হয়েছে ৷ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অশান্ত বাংলাদেশ ৷ এই পরিস্থিতিতে একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন এই রাজ্যে তাদের কোণঠাসা হয়ে পড়া স্লিপার সেলগুলিকে সজাগ করার চেষ্টা করছে ৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ । সম্প্রতি পার্ক স্ট্রিট থেকে বাংলাদেশের প্রাক্তন এক বিএনপি নেতাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ওই ব্যক্তি বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতবর্ষে নকল পরিচয় পত্র দিয়ে আত্মগোপন করেছিল । এর আগে মে মাসে আগরতলা থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের জন্য গ্রেফতার করা হয়েছিল ৷ এবার ফের ভিনরাজ্য থেকে পড়শি দেশের নাগরিক গ্রেফতারে ফের চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে ৷