অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিলেন সিপিআই নেত্রী কবিতা যাদব। এই বাম নেত্রী তিন বার আসানসোল পুরসভার কাউন্সিলর ছিলেন। মঙ্গলবার সকালেই অনুগামীদের নিয়ে আসানসোল থেকে কলকাতায় আসেন তিনি। তার পর রাজ্যের শাসক শিবিরে নাম লেখান। এদিন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত থেকে দলীয় পতাকা তুলেন নেন কবিতা যাদব। তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কবিতা যাদব বলেছেন, ‘‘রাজ্য জুড়ে উন্নয়ন করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাজের অনুপ্রেরণাতেই তৃণমূলে যোগ দিলাম। আসানসোলের উন্নয়নের কাজে মলয় ঘটকের পাশে থাকতে চাই। আসানসোলের ১০৬টি ওয়ার্ডে আমরা একযোগে কাজ করব।’’


