কলকাতা

যাদবপুর কেপিসি হাসপাতালের ৩ প্রসূতি করোনা আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৪০

একই হাসপাতালে তিন প্রসূতি করোনা আক্রান্ত। এবার যাদবপুর কেপিসি হাসপাতাল।কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে হাসপাতালের ৪০ জন। হাসপাতাল সাময়িক বন্ধ রেখে স্যানিটাইজেশন করা হবে। জানা গিয়েছে, যাদবপুর কেপিসি হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে চিকিত্‍সাধীন তিন প্রসূতি করোনা আক্রান্ত। বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। এরপরই ওই হাসপাতালে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগের মোট ৪০ জন চিকিত্‍সক নার্স স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠান হয়েছে। এদের মধ্যে ১২ জনই চিকিত্‍সক। হাসপাতালের দুটি বিভাগকে আপাতত বন্ধ করে স্যানিটাইজ বা জীবানুমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত দুটি বিভাগে নতুন করে কোনও রোগী ভর্তি নেওয়া হবে না।