জেলা

সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ৩০ হাজার ম্যানগ্রোভের চারা বসানো হচ্ছে

সুন্দরবন বাঁচাতে  ম্যানগ্রোভ বসানোর কাজ শুরু হল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকাজুড়ে। নদীবাঁধ, ভূমিক্ষয়, নদী ভাঙনের মত বড় বিপর্যয় আটকাতে এই উদ্যোগ নিল পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চ ও অল্টার লাইফ স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁদের যৌথ উদ্যোগে বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারী গ্রাম পঞ্চায়েতের কুমীরমারী বেড়েচক, ডাসা নদীর ধরে প্রায় দুই কিলোমিটার জুড়ে ৩০ হাজার ম্যানগ্রোভ চারা বসানোর কাজ শুরু করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, “শনিবার সকাল থেকে ডাসা নদীর পাড় বরাবর গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনেও এই কর্মসূচি চলবে।