মহারাষ্ট্রের রায়গড়ে ক্রমশ ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি ৷ সূত্রের খবর, লাগাতার বৃষ্টির জেরে জেলার নানা জায়গায় ধস নামতে শুরু করেছে ৷ তাতে প্রাণ গিয়েছে কমপক্ষে ৩৬ জনের ৷ রায়গড়ের জেলাশাসক নিধি চৌধুরী আগেই জানিয়েছিলেন, বুধ-বৃহস্পতিবার থেকেই জেলায় বৃষ্টির তীব্রতা প্রচণ্ড বেড়েছে ৷ আর তার জেরেই ঘটছে ভূমিধসের ঘটনা ৷ প্রাথমিকভাবে দুর্গতদের উদ্ধারকাজে হাত লাগিয়েছেন পুলিশ কর্মীরা ৷ বন্যা ও ধস কবলিত এলাকা থেকে অনেককে উদ্ধারও করেছেন তাঁরা ৷ কিন্তু উপদ্রুত এলাকায় এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷ গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷