দেশ

মোদির ‘মন কি বাত’ না শোনায় শাস্তি, ৩৬ নার্সিং পড়ুয়াকে হস্টেলে ‘বন্দি’ করল পিজিআইএমইআর কর্তৃপক্ষ

শুনতেই হবে ‘মন কি বাত’। এমনই ছিল নির্দেশ। তা না মানায় ‘শাস্তি’র মুখে ৩৬ জন নার্সিং ছাত্রী। জানা গেছে, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর), চণ্ডীগড়, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম এপিসোডের একটি সেশনে অংশ না নেওয়ায় 36 জন নার্সিং ছাত্রীকে এক সপ্তাহের জন্য হস্টেল থেকে বেরোতে নিষেধ করা হয়েছে।পিজিআইএমইআর কর্তৃপক্ষ একটি লিখিত নির্দেশ জারি করে বলেছিল যে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশনের (এনআইএনই) সমস্ত নার্সিং পড়ুয়াদের ক্যাম্পাসে এই অনুষ্ঠানে অংশ নিতে হবে, যেখানে ৩০ এপ্রিল ‘মন কি বাত’ অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছিল।

২০১৪ সালে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হয়েই নরেন্দ্র মোদি শুরু করেন ‘মন কি বাত’ । দেখতে দেখতে ১০০ পর্বে পা দিয়েছে রেডিও অনুষ্ঠানটি। ২২টি ভারতীয় ভাষা ও ১১টি বিদেশি ভাষায় সম্প্রচারিত হয়েছিল সেই অনুষ্ঠান। আর সেই উপলক্ষেই চণ্ডীগড়ের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশনে’র তরফে সেখানকার প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে সকলকেই উপস্থিত থেকে ‘মন কি বাত’ শোনার নির্দেশ দেয় হস্টেল কর্তৃপক্ষ। কিন্তু সেই নির্দেশ অমান্য করেছিলেন প্রথম বর্ষের ৮ ও তৃতীয় বর্ষের ২৮ জন পড়ুয়া। সেই ৩৬ জন ছাত্রীকে জানিয়ে দেওয়া হয় তাঁদের আগামী সাতদিন হস্টেল থেকে বেরতে দেওয়া যাবে না। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় সৃষ্টি হয়েছে বিতর্কের। এই পরিস্থিতিতে ওই কলেজের প্রিন্সিপাল কোনও মন্তব্য করতে চাননি বিষয়টি নিয়ে।