দেশ

জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনার গাড়িতে জঙ্গি হামলা, নিহত ৪ জওয়ান

 জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর একটি গাড়িকে ঘিরে ধরে হামলা চালাল জঙ্গিরা। ওই হামলায় গাড়িটিতে আগুন ধরে যায়। ওই ঘটনায় শহিদ হয়েছেন ৫ সেনা জওয়ান। গুরুতর আহত আরও একজন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল বজ্রপাতেই গাড়িটিতে আগুন ধরে যায়। পরে সেনার তরফে বলা হয়েছে গ্রেনেড জাতীয় কোনও বিস্ফোরক ব্যবহার করেছে জঙ্গিরা। বিকেল ৩টে নাগাদ ওই গাড়িটির উপরে হামলা চালায় জঙ্গিরা। সেইসময় এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল। তারই সুযোগ নিয়ে হামলা চালায় জঙ্গিরা।  হামলার পরই দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি। এমনটাই জানানো হয়েছে সেনার নর্দান কমান্ডের তরফে। সেনার সন্দেহ, গ্রেনেড জাতীয় কোনও বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়।  ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে কী কারণে বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনা ও পুলিশের বাহিনী। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।