দেশ

গুজরাতের ভদোদরায় সাম্প্রদায়িক সংঘর্ষ, গ্রেপ্তার ৪০

 সাম্প্রদায়িক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভদোদরা । সোমবার ভদোদরার সাভলি শহরের একটি সবজি বাজারে ঘটনাটি ঘটেছে। সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সূত্রের খবর, সামনে মুসলিমদের একটি উৎসব আসছে। সেজন্য একটি স্থানীয় গোষ্ঠী তাদের ধর্মীয় পতাকা একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধেছিল। কাছাকাছি একটি মন্দির রয়েছে। এই ঘটনায় স্থানীয় অন্য একটি গোষ্ঠী তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলে। যা ঘিরে ঝামেলার সূত্রপাত। এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একে অপরকে লক্ষ্য করে পাথরও ছোড়ে। এরফলে আশেপাশের যানবাহনের ক্ষতি হয়েছে। ভদোদরার গ্রামীণ পুলিশ আধিকারিক পিআর প্যাটেল জানান, একটি এফআইআর দায়ের হয়েছে। উভয়পক্ষের অভিযুক্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টহল চলছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।