উত্তরপ্রদেশের হরদই জেলার মাজহিলা থানা এলাকায় শনিবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ছয় জন। পুলিশ জানিয়েছে,মাজহিলার কুশমা গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে মৃত ও আহতেরা একটি গাড়িতে চেপে পালি গ্রামে ফিরছিলেন। ভুপ্পা পূরওয়া এলাকায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়ি রাস্তার ধারের বড় একটি গর্তে পড়ে যায়। ঘটনাস্থলেই এক শিশু-সহ অন্তত পাঁচ জন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং জখমদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
