কলকাতা

কলকাতায় পাঁচ যুবতীর শ্লীলতাহানি-মারধর

কলকাতায় রাত ৯.৩০টার সময় পাঁচ যুবতীর শ্লীলতাহানি মারধর এবং পরিবারের আরও অনেককে মদ্যপ যুবকের মারধরের অভিযোগ। পুলিস ডাকলে মুখে অ্যাসিড মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।সোমবার রাতে আরবানা রিজেন্সির বাসিন্দা পাঁচ যুবতী তাদের পরিবারের সঙ্গে উল্টোডাঙা উড়ালপুল এর কাছে এক ধাবাতে ডিনার করতে যান। সেই সময় তাঁদের ওয়াশরুম ব্যাবহারের প্রয়োজনীয়তা দেখা দেয়। পাশের পে অ্যান্ড ইউজ বন্ধ ছিল বলে দাবী করেন তাঁরা। এরপরেই তাঁরা ওই হোটেলের পিছনে ওয়াশরুম খুঁজতে যান। তখন পাশের বস্তির এক মহিলা ছুটে আসেন এবং প্রশ্ন করেন যে ওই পাঁচজন যুবতী ওখানে কী করছে। সেই সময়ে পাঁচজনের মধ্যে একজন বলেন যে তারা ওয়াশরুম খুঁজছেন। জানা গিয়েছে কোথাও একটু ব্যবস্থা করে দেওয়ারও অনুরধ করেন তাঁরা। জানা গিয়েছে এরপরেই ওই মহিলা চিৎকার করতে শুরু করেন এবং অন্ধকারের মধ্যে সেই জায়গায় ‘যা খুশি’ করার অভিযোগ করেন। এরপর ওই যুবতীরা চিৎকার শুরু করলে পাল্টা বস্তির লোক ছুটে আসেন সেই জায়গায়। প্রত্যেকের হাতে ছিল বাঁশ, লাঠি, রড, ফ্যানের ব্লেড। ওই পাঁচ যুবতীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ছিল বলে অভিযোগ। মহিলাদের ডাকে তাঁদের মামা ছুটে আসেন। তিনি যখন প্রতিবাদ করতে যান তাকেও ফেলে মারা হয় বলে অভিযোগ। ওই পাঁচজনের মধ্যে দুজন বাইপাসের উপরে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। পুলিশ ডাকলে মুখে অ্যাসিড মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু কেউ বেরিয়ে আসেনি বা সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে তারা দাবি করেছেন।  ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে বিধান নগর নর্থ থানায় এফ আই আর করেছেন আক্রান্তরা। শারীরিক পরীক্ষাও করেছেন রাতেই। যুবতীদের মা-এর অভিযোগ, পুলিস আগেই জানিয়ে দেয়, এই ঘটনায় তেমন কিছুই হবে না, তারা চাইলে অভিযোগ করতে পারেন। এখনও পর্যন্ত পুলিসের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। ওই পাঁচজন যুবতীর বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে। এই ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এক যুবক শিরদাঁড়ায় চোট পেয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। পুলিশ সূত্রে খবর, দুই পক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।