দেশ

বকেয়া ডিএ মামলার সুপ্রিম শুনানি কি ফের পিছিয়ে যাবে? এল আপডেট

একের পর এক ১৩ বার শুনানি পিছিয়েছে। দীর্ঘ ২ বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। এই আবহে আগামী বছরের ডিএ শুনানির দিনই কি মামলাটি উঠবে আদালতে? বকেয়া ডিএ মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল। এর থেকে অনেকেই বোঝার চেষ্টা করছেন, ৭ জানুয়ারিতেই মামলার শুনানি সম্পন্ন হবে কি না।  প্রকাশিত হয়েছে অ্যাডভান্স লিস্ট। এই আবহে আগামী ৭ জানুয়ারিতেই সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি উঠবে কি না, তা ঠিক এই অ্যাডভান্স লিস্ট থেকে বোঝা হয়ত সম্ভব হবে না। কারণ সেই তালিকায় মামলাটি ৭০৬ নং ক্রমতালিকায় আছে। এহেন পরিস্থিতিতে ডেইলি কজ লিস্টের অপেক্ষায় আছেন রাজ্য সরকারি কর্মীরা। এই নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ডেইলি কজ লিস্ট বেরোলে তা তিনি জানিয়ে দেবেন। এর আগে কজ লিস্টে পিছনের দিকে থাকায় বারবার ডিএ মামলা পিছিয়েছে। এই আবহে এই শুনানি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।