উত্তরাখণ্ডের নৈনিতালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ পর্যটক। আহত আরও ২৭ জন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টা নাগাদ। নৈনিতালের কলাধুঙ্গি এলাকায়। বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই পর্যটক। হরিয়ানার বাসিন্দা। নৈনিতালে বেড়াতে এসেছিলেন। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি পাহাড়ি রাস্তায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও বিপর্যস্ত মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।