দেশ

কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তায় থাকা ৬ জওয়ান করোনা পজিটিভ, আতঙ্ক রাজ্যে

করোনা সংক্রমণের আশঙ্কা আরও বাড়ল। কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ বিএসএফ জওয়ানের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁদের সংস্পর্শে আসা লোকেদের চিহ্নিত করে আগেই রাহ্য সরকার মোট ৫০ জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে ছিল। কিন্তু এখন ৬ বিএসএফ জওয়ানকে এম আর বাঙ্গুর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। দুই দফায় রাজ্যে করোনা পরিস্থিতি পরিদর্শনে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল। একটি দল দক্ষিণবঙ্গে যায় অন্য দলটি উত্তরবঙ্গে পরিদর্শনে গিয়েছিল। দক্ষিণবঙ্গের পরিদর্শনে যাওয়া কেন্দ্রীয় প্রতিনিধি দলের নিরাপত্তারক্ষীরাই করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গিয়েছে। এই প্রতিনিধি দল বিভিন্ন হাসপাতাল এবং আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়েছিল। তাঁদের সঙ্গে নিরাপত্তায় থাকা ৬ বিএসএফ জওয়ানও গিয়েছিলেন। সেখানে কোথাও থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আক্রান্ত বিএসএফ ওয়ানদের মধ্যে দুজন গাড়ির চালক এবং একজন অপারেটর রয়েছেন। কেন্দ্রীয় প্রতিনিধিদল দিল্লি যাওয়ার দিনই একজন এসকট পাইলটের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তার পরে তাঁর সংস্পর্শে থাকা আরও পাঁচজনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এর জেরে আতঙ্ক বাড়ল রাজ্যে।