পুজো বিবিধ

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

আজ ৭ মে, বৃহস্পতিবার, বুদ্ধপূর্ণিমা। আজ পূর্ণিমা তিথি শুরু হয়েছে সকাল ৭টা ৪৪ মিনিট থেকে। তিথি শেষ হবে বিকেল ৪টে ১৪ মিনিটে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই দিন গৌতম বুদ্ধের জন্মোৎসব পালন করা হয়ে থাকে। বিশ্বের সব বৌদ্ধ সম্প্রদায়ের কাছে এটি ‘বুদ্ধ পূর্ণিমা’ নামে পরিচিত। বৌদ্ধধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে গৌতম বৌদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। বৈশাখি পূর্ণিমার দিন তাঁর জন্ম, বোধিলাভ ও প্রয়াণ বৈশাখি পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে ‘বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়ে থাকে। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেন। এই দিন অত্যন্ত শুভ ৷ কথিত আছে নিষ্ঠাভরে এ দিনটিতে কিছু কাজ করলে সমস্ত অকল্যাণের যোগ কেটে যায় ৷ এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করুন ৷ এরই পাশাপাশি এই দিনটিতে সংযম বজায় রাখুন ৷ এতে সংসারে সমৃদ্ধি আসবে ৷ আবার এও কথিত আছে, সন্ধেবেলায় চন্দ্রোদয়ের পর মাটি বা আটা দিয়ে একটি চতুর্মুখী প্রদীপ তৈরি করে সেই প্রদীপে ঘি ঢেলে সলতে প্রজ্জ্বলন করুন ভগবান বিষ্ণুর ছবি কিংবা মূ্তির সামনে রাখতে হয়। আর এই সময় ‘ওম নারায়ণায় নমঃ’এই মন্ত্রটি জপ করতে হয় ৷