মহারাষ্ট্রের নাগপুরে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। আহত একাধিক।পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে নাগপুরের বাজারগাঁও গ্রামে। সৌর বিস্ফোরক কোম্পানির কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিংয়ের সময় এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা খবর দিতেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।