আগামী ১৬ নভেম্বর থেকে খুলে যাবে স্কুল। করোনা আবহে স্কুল খোলার আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, করোনা বিধি মেনেই চলবে পঠনপাঠন। কিন্তু স্কুলে এসে কোনও পড়ুয়া সংক্রমিত হলে তার দায়ভার নেবে না স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়ারা স্বাস্থ্যবিধি মানছে কি না, তা দেখার দায়িত্ব অভিভাবকদেরও। স্কুল খোলার আগে অভিভাবকদের এমনটাই জানিয়েছে শহরের বেশির ভাগ স্কুল। নোটিস দিয়েও অভিভাবকদের সতর্ক করা হয়েছে। এরপরই শুরু হয়েছে বিতর্ক। স্কুল নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে- অভিযোগ অভিভাবকদের একাংশের। অভিভাবকদের মতে, স্কুলে গিয়ে পড়ুয়ারা কী করছে, সেদিকে নজরদারি করা মা-বাবার পক্ষে সম্ভব নয়। তাই স্কুল কোনওভাবেই দায় এড়াতে পারে না। স্কুল কর্তৃপক্ষের পাল্টা বক্তব্য, কোভিড আবহে পড়ুয়ার স্বাস্থ্যের দায়ভারের পুরোটা কেন বর্তাবে তাঁদের উপরে? কলকাতার একাধিক হাইস্কুলের অভিভাবকদের একাংশ বলছেন, তাঁরা স্বেচ্ছায় ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছেন এবং তারা অসুস্থ হলে স্কুলের কোনও দায় নেই-এই শর্তে পড়ুয়াদের স্কুলে পাঠাতে বলেছেন স্কুল কর্তৃপক্ষ।