দেশ

উত্তরপ্রদেশে ভোটের আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এদিন বায়ুসেনার বিমানে চেপে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে এসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ঢালাও প্রশংসা করলেন নরেন্দ্র মোদি। নয়া এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ধন্যবাদ জানালেন যোগীকে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে পূর্ব উত্তর প্রদেশের একাধিক শহরকে যুক্ত করবে। সেগুলি হল বারাবাঁকি, আমেঠি, অযোধ্যা, সুলতানপুর, আজমগড়, ফৈজাবাদ, আম্বেদকর নগর, মউ এবং গাজিপুর। এই এক্সপ্রেসওয়ের ফলে উত্তর প্রদেশের একাধিক বড় ও ছোট শহরের সঙ্গে দিল্লির যোগাযোগ স্থাপন সহজ হবে। এদিন  প্রধানমন্ত্রী বলেন, “৩ বছর আগে শিলান্যাস করেছিলাম। তখন কেউ ভাবেনি আমি আজকে বিমানে চেপে উত্তর প্রদেশের উন্নয়নের জলজ্যান্ত উদাহরণ এই এক্সপ্রেসওয়েতে নামব। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নয়া উত্তরপ্রদেশ নির্মাণের এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের গৌরব। আমি আজ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের মানুষকে সমর্পণ করে নিজেকে ধন্য মনে করছি।” নরেন্দ্র মোদি অভিযোগ করেন, “উত্তরপ্রদেশের বিকাশের দিকে মন দেয়নি আগের সরকার। এখানে অপরাধ চক্রের বাড়বাড়ন্ত ছিল। সেখানেই ৭-৮ বছরে উন্নয়ন হচ্ছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে।”