পুরভোট নিয়েও কি এবার রাজ্যের সঙ্গে সংঘাতের পথেই হাঁটবেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ কারণ বিরোধীদের মতোই রাজ্যে একসঙ্গে সব পুরসভার নির্বাচন চাইছেন রাজ্যপাল৷ এ দিন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যপালের বৈঠকের পর পুরভোট নিয়ে রাজ্য- রাজ্যপাল সংঘাতের সম্ভাবনা জোরালো হয়েছে৷ শুধু তাই নয়, রাজ্যপালের আপত্তিতে হাওড়ার পুরভোটও পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছে কমিশন৷ পুরভোট মনোভাব এ দিন ট্যুইট করেও বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল৷ নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের ছবি দিয়ে ট্যুইট করে রাজ্যপাল লেখেন, ‘রাজ্য নির্বাচন কমিশনারকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে তাদের ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের মতোই৷ ফলে তাদের নিরপেক্ষ, স্বাধীন এবং কার্যকর ভাবেই দায়িত্ব পালন করা উচিত৷ সরকারের বৃহত্তর অংশ হিসেবে নয়৷’ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে এ দিন রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল৷ প্রায় এক ঘণ্টা দু’ জনের মধ্যে বৈঠক হয়৷ যদিও বৈঠক চলাকালীন একাধিক ইস্যুতে রাজ্যপালের সঙ্গে নির্বাচন কমিশনারের মতানৈক্য হয়েছে বলেই রাজভবন সূত্রে খবর৷ কারণ কেন এক দফায় কমিশন ভোট করাতে অপারক, এ দিন বৈঠকে বার বার নির্বাচন কমিশনারকে সেই প্রশ্নই করেছেন জগদীপ ধনখড়৷ নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সংবিধান মেনে কাজ করারও পরামর্শ দিয়েছেন রাজ্যপাল৷ রাজ্য সরকার ও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট হওয়ার কথা৷ যদিও এখনও সেই বিজ্ঞপ্তি জারি করেনি কমিশন৷ ফলে রাজ্যপালের এ দিনের মনোভাবে কমিশনের চিন্তা বেড়েছে৷
https://twitter.com/jdhankhar1/status/1463102001286287360
https://twitter.com/jdhankhar1/status/1463126734950187017