হক জাফর ইমাম, মালদাঃ বাড়ি থেকে স্ত্রী পালানোর সন্দেহে প্রতিবেশী বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল পলাতক স্ত্রীর স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের বিধাননগর গ্রামে। রাতেই গুরুতর জখম আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন পরিবারের লোকেরা। প্রাথমিক চিকিৎসার পর ছেলেকে ছেড়ে দেওয়া হলেও আক্রান্ত বৃদ্ধ বাবা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম রুপলাল মন্ডল (৬০) এবং তার ছেলে সৌরভ মন্ডল (২৫)। গত শিবরাত্রি পুজোর দিন বিধাননগর গ্রামের বাসিন্দা সুজন মন্ডলের স্ত্রী সাদুল্লাপুর এলাকার এক যুবক তুফান রায়ের সঙ্গে পালিয়ে যায় । এই তুফান রায়ের সঙ্গে সৌরভ মন্ডলের বন্ধুত্ব ছিল। শিবরাত্রির দিন তুফান রায় ও সৌরভ মন্ডল একই সঙ্গে অমৃতির শিব মন্দিরে জল ঢালতে গিয়েছিলেন । আর ওই দিন রাতেই সুজন মন্ডলের স্ত্রী তুফানের সাথে পালিয়ে যাওয়ার ঘটনার জেরে সৌরভ মন্ডল এবং তার বাবা রুপলাল মন্ডলকে এই ঘটনার পিছনে জড়িত থাকার সন্দেহ করে।আক্রান্ত সৌরভ মন্ডলের স্ত্রী মামনি মন্ডল বলেন, তুফানের সঙ্গে সৌরভের বন্ধুত্বতালিম থাকলেও সুজনের স্ত্রী পালানোর বিষয়ে আমরা কিছুই জানি না। কিন্তু ওই ঘটনার জের তুলে অভিযুক্ত সুজন মন্ডল ও তার দলবল আমার স্বামী ও শ্বশুর এর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । দুজনকে কুপিয়ে খুনের চেষ্টা করে। গ্রামবাসীরা ছুটে না আসলে হয়তো অভিযুক্তরা স্বামী ও শ্বশুরকে খুনই করে ফেলত। পুরো ঘটনার ব্যাপারে সুজন মন্ডল সহ ৮ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র জানিয়েছেন , পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে । অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।