মালদা

স্কুলে ছাত্রী শ্লীলতাহানি কাণ্ডের পর স্বাভাবিক হিন্দি স্কুলের পঠন-পাঠন

হক জাফর ইমাম, মালদ: স্কুলে ছাত্রী শ্লীলতাহানি কাণ্ডের পর স্বাভাবিক হিন্দি স্কুলের পঠন-পাঠন। তবে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার হাতেগোনা পড়ুয়ার সংখ্যা লক্ষ্য করা যায়। অধিকাংশ ক্লাস রুম ছিল ফাঁকা। শিক্ষক শিক্ষিকা ক্লাসরুমে থাকলেও দেখা মেলেনি ছাত্র-ছাত্রীদের। বুধবারের ঘটনার পর আতঙ্কে বিদ্যালয়ে আসতে চাইছেন না ছাত্রীরা বলে জানিয়েছেন অভিভাবকরা। তারা জানান তাদের মেয়েদের বিদ্যালয় পাঠাতে ভয় পাচ্ছেন। বুধবারের ঘটনার পুনরাবৃত্তির আতঙ্কে রয়েছেন তারা। তারা চাই অভিযুক্ত দুই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।  এদিকে ৪৫ মিনিট ক্লাস চলার পর বহিরাগতরা এসে ছাত্র-ছাত্রীদের ক্লাস রুম থেকে বের করে দেয় বলে অভিযোগ। ক্লাসরুমে তালাও মেরে দেয় তারা। বিক্ষোভ দেখাতে শুরু করে বিদ্যালয় চত্বরে। ঘটনায় আরও একবার উত্তপ্ত হওয়ার পরিস্থিতি হিন্দি স্কুলে। এদিকে বিজেপির ব্যাচ লাগিয়ে ছোট ছোট স্কুল পড়ুয়াদের নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে মিছিল করলেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। স্কুল পড়ুয়াদের নিয়ে মালদা ইংরেজবাজার পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করেন তিনি। শিশুদের নিয়ে রাজনৈতিক আন্দোলনের ঘটনায় তীব্র প্রতিবাদ করেন পেশায় আইনজীবী তথা মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।