জেলা

আগামী এক মাস ব্যান্ডেল শাখায় বাতিল ১০ টি লোকাল ট্রেন,  ইন্টারলকিংয়ের কাজ চলবে এক মাস ধরে

কয়েক দিন আগেই  ব্যান্ডেল স্টেশনে ৭২ ঘণ্টা লন্ধ ছিল ট্রেন চলাচল। এবার একমাসের জন্য ব্যান্ডেল স্টেশনে ব্যহত হবে ট্রেন পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ ৪ জুন থেকে শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ। সেই কারণেই শনিবার থেকে গোটা জুন মাস ব্যান্ডেল স্টেশনে ১০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর। আগামী ৪ জুলাই থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা।

এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে –

  • দুটি আপ হাওড়া-ব্যান্ডেল লোকাল
  • একটি আপ হাওড়া-মেমারি লোকাল
  • ব্যান্ডেল থেকে কাটোয়া ও বর্ধমানগামী ট্রেন
  • ডাউন হাওড়া লোকাল
  • কাটোয়া থেকে ৩৭৭৪৬ ডাউন
  • বর্ধমান থেকে ৩৭৭৮৪ ডাউন
  • মেমারি থেকে ৩৭৬৫৬ ডাউন