বউবাজার মেট্রো বিপর্যয় পরিস্থিতি নিয়ে শনিবার নবান্নের শীর্ষ পর্যায়ের বৈঠক হল। বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ মেট্রো আধিকারিকরাও।বৈঠকে বউবাজার মেট্রো পরিস্থিতি সমস্যা সমাধানের জন্য কয়েক দফা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা এলাকা পরিদর্শনে যান কলকাতা পৌরসভার মেয়র-সহ মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। নবান্নের তরফে জানানো হয়,, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য বিকল্প ববন্দোবস্ত করে দিতে হবে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ক্যাম্প তৈরি করতে হবে কেআরসিএল-এর সঙ্গে যৌথভাবে। যেখানে কলকাতা পৌরসভা, কলকাতা পুলিশ, কাউন্সিলর, বিধায়ক, এমপি-রা থাকবেন। পাশাপশি ১২টি বিল্ডিং-এর ২৮টি পরিবারের ১৮০ জন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ২৮টি পরিবারকে আপাতত হোটেলে থাকতে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তাদেরকে ফিরিয়ে আনতে হবে অথবা বিকল্প আশ্রয়স্থল করতে হবে। এ ছাড়াও যদি আরও ফাটল দেখা যায় এবং আরও পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয়, একই পদ্ধতি অনুসরণ করতে হবে।