দেশ

প্রয়াত ওআরএস-এর জনক চিকিৎসক দিলীপ মহলানবিশ 

প্রয়াত ওআরএস-এর জনক চিকিৎসক দিলীপ মহলানবিশ। তাঁর মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৮ বছর। মূলত বার্ধক্য জনিত কারণেই তিনি মারা  গিয়েছেন বলে জানা গিয়েছে ৷ শনিবার রাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট চিকিৎসক ৷ উল্লেখ্য, ল্যানসেট পত্রিকার তরফে তাঁর এই গবেষণার স্বীকৃতি আসে। স্বীকৃতি দেয় বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এই বিশিষ্ট অধ্যাপক তথা চিকিৎসক। ১৯৫৮ সালে তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। পরবর্তীকালে লন্ডনে ডিসিএইচ ডিগ্রি লাভ করেন। এডিনবরা থেকে করেন এমআরসিপি।এরপর মাত্র ২৮ বছর বয়সে কুইন এলিজাবেথ হসপিটাল ফর চিল্ড্রেন-এ রেজিস্টার পদে নিযুক্ত হন তিনি। এই পদে তিনিই প্রথম ভারতীয় , তথা বাঙালি হিসাবে নিযুক্ত হন। বহু গর্বের অধ্যায় পার করে শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কাল তাঁর সামনে দাঁড়ায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া বহু মানুষ সেবার মড়কে আক্রান্ত হন। কয়েকজনকে সঙ্গী হিসাবে নিয়ে সেখানে পৌঁছন দিলীপ। লড়াই চলে অক্লান্ত। নিয়েছিলেন ঝুঁকি। তবে কয়েক মাসের মধ্যেই পান সাফল্যের স্বাদ। চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে রেখে যান অমর অবদন, ওআরএস।