দেশ

বারাণসী থেকে আইসিসের জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ

কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে যুক্ত এক জঙ্গিকে বারাণসী থেকে গ্রেফতার করেছে এনআইএ। এনআইএ সূত্রে জানা গিয়েছে, ধৃত জঙ্গির নাম বাসিত কালাম সিদ্দিকী। বাসিত জঙ্গি সংগঠন আইসিসের সঙ্গে যুক্ত। এনআইএ সূত্রের খবর, দেশের একাধিক স্থানে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল বাসিত। তার আগেই বাসিতকে গ্রেফতার করে সাফল্য মিলল গোয়েন্দাদের। এনআইএ সূত্রের খবর, বারাণসীর বাসিন্দা বাসিত। আইসিসের ‘ভয়েস অফ হিন্দ মডিউল’-এর সঙ্গে যুক্ত এই কট্টর জঙ্গি। আইএসআইএসের ম্যাগাজিন ‘ভয়েস অব খোরাসান’-এর মাধ্যমে জঙ্গি প্রচার চালাত সে।