কলকাতা

ঘূর্ণিঝড় মোকাবিলায় কালিপুজোর ছুটি বাতিল করল নবান্ন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং! আবহাওয়া দফতরের পূর্বাভাস, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ২২ অক্টোবর, শনিবার। সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ। ওড়িশা উপকূল ছুঁয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে ২৫ অক্টোবর মঙ্গলবার আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর নবান্ন, কালিপুজো ও দিওয়ালির সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যাঁরা বর্তমানে ছুটিতে আছেন, তাঁদের ২২ অক্টোবরের মধ্যেই কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলার কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বুধবার  সকালেই উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। বৃহস্পতিবার বিকেল থেকেই নিম্নচাপক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরতে শুরু করবে। ২২ তারিখ অর্থাৎ শনিবার এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ২৩ তারিখ অর্থাৎ রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে তৈরি হবে। এরপর ক্রমশ উত্তর দিকে সরে ২৪ তারিখ অর্থাৎ সোমবার ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের রূপ নেবে নিম্নচাপটি।