এসটিএফের কাছে খবর ছিল তৃণমূল নেতা শুকুর আলির বাড়িতে অস্ত্র মজুত রয়েছে। সেই সূত্র ধরে এসটিএফ মঙ্গলবার গভীর রাতে কলকাতা থেকে শাসন থানায় আসে। এরপর শাসন থানার পুলিশ ও এসটিএফ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত শাসনে শুকুর আলির বাড়িতে হানা দিয়ে সন্ধান পায় মজুত থাকা বিপুল পরিমাণ অস্ত্রের । সেখানে অভিযান চালিয়ে উদ্ধার হয় অত্যাধুনিক দুটি পিস্তল সহ একটি৭ এম এম পিস্তল, একটি লং রাইফেল, একটি ১২ বোরের অত্যাধুনিক পিস্তল , পাঁচটি সেভেন এম এম কর্তুজ, একটি ম্যাগজিন , ৪৪টি কার্তুজ(৮এম এম), ৫টি ৩০৩কার্তুজ, ৮ কেজি ৫০০ গ্রাম বিস্ফোরক। শাসন পঞ্চায়েত ডেউপুকুর গ্রামের তৃণমূল সভাপতি শুকুর আলিকে গ্রেফতার করেছে এসটিএফ। বুধবার তাঁকে বারাসত আদালতে তোলা হবে। তৃণমূল নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে।